বারবিশায় হাতির আক্রমণে হাত ভাঙল এক যুবকের
দেবাশীষ রায়, কুমারগ্রাম, ৮ এপ্রিলঃ মাঝরাতে হাতির আক্রমণে হাত ভাঙল এক যুবকের। এছাড়াও পায়ে ও বুকেও আঘাত পেয়েছেন তিনি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের বারবিশার ভাঙাপুল এলাকায়। জানা গিয়েছে, হাতির আক্রমণে আহত ওই যুবকের নাম লিটন সূত্রধর(৩০)। সে পেশায় দিনমজুর। বৃহস্পতিবার রাতে কাজ থেকে সে বাড়ি ফিরছিল। সেসময় বাড়ির অদূরে রাস্তায় লিটন সূত্রধরকে একটি হাতি আচমকাই আক্রমণ করে বসে। তাঁর ডান হাত ভেঙে যায়। এছাড়াও সে বুকে ও পায়ে আগাত পায়। কিছুক্ষণের মধ্যেই হাতিটি এলাকা থেকে চলে যায়। বিষয়টি বন বিভাগকে জানান স্থানীয়রা। আহত লিটনকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর শারিরীক অবস্থার খোঁজখবর নেন বন বিভাগের আধিকারিকরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অনুমান, বারবিশাষবিটের জঙ্গল থেকে বের হয়ে হাতিটি ভাঙাপুল এলাকায় এসেছিল। তবে তাদের এলাকায় এই ধরনের ঘটনা আগে কোনোদিন ঘটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন। হাতির আক্রমণ রুখতে বন বিভাগের কর্মীদের নজরদারি বাড়ানোর দাবি জানিয়ছেন বাসিন্দারা।