উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের “পঞ্চানন অনুরাগী মঞ্চের” উজ্জোগ’ত রক্তদান শিবির
নিউজ ডেস্ক, শিলিগুড়ি, ১২ এপ্ৰিলঃ মঙ্গলবার রক্তদান শিবির অনুষ্ঠিত হইল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়’ত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের “পঞ্চানন অনুরাগী মঞ্চের” উজ্জোগ’ত এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সাকাল ১১ টা নাগাদ এই শিবির অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা ভবনের ১০৯ নম্বর কক্ষত।
ব্লাড ব্যাঙ্কগিলাত রক্তের অভাব মিটিবার বাদে এমন উজ্জোগ বুলি জানাইসে পঞ্চানন অনুরাগী মঞ্চ। এইদিন মোট ৬৩ জন রক্তদাতার মইধ্যে ৪৮ জন পুরুষ, ১৫ জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করিসে ওই শিবিরত। সংগৃহীত রক্ত শিলিগুড়ি সরকারি ব্লাড ব্যাঙ্কত পাঠায় ওই রক্ত সংগ্রহকারী মেডিক্যাল টিম। এইদিন রক্তদান শিবিরের মুকুলন করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক প্রনব ঘোষ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পঞ্চানন অনুরাগী মঞ্চের সভাপতি ডঃ নিখিলেশ রায় আর সম্পাদক ডঃ পরিমল চন্দ্র রায় কন, রক্তদান করিবার তানে অনেকে উৎসাহ দেখাইসেন কিন্তু কীটের অভাবে সগায় রক্ত দিবার পারে নাই। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সুভাষ রায়, গ্রন্থাগারিক মৃগাঙ্ক মন্ডল, অধ্যাপক কনককান্তি বাগচী, অধ্যাপক অম্লান মজুমদার সদে অন্যাইন্য সদস্যলা এইদিনের রক্তদান শিবিরত উপস্থিত ছিলেন।