বিডিও‘র উজ্জোগ’ত বেঞ্চ পাইল কামাখ্যাগুড়ির প্রাথমিক বিদ্যালয়

দেবাশীষ রায়, কামাখ্যাগুড়ি, ১৩ এপ্রিলঃ বুধবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি-২ নম্বর আর আর প্রাথমিক স্কুলত অভিভাবক’লাক নিয়া সভা করিল বিডিও মিহির কর্মকার। সভার পরে এদিন ব্লক প্রশাসনের পাক থাকি স্কুলত ১০ জোড়া বেঞ্চ দেওয়া হয়। জানা গেইসে, কামাখ্যাগুড়ি-২ নম্বর আর আর প্রাথমিক স্কুলত মোট ১৭৬ জন ছাত্রী আছে। শিক্ষক-শিক্ষিকা আছে ৭ জন। কিন্তু স্কুলত পর্যাপ্ত বেঞ্চ না থাকির বাদে পড়াশোনার সমস্যা হবার ধরছিল। বিষয়টা বিডিও’র নজরে আনে স্কুলের অভিভাবক তথা তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সহ-সভাপতি ধনঞ্জয় সাহা। এরপর স্কুলের পাক থাকি বিডিও’র কাছত লিখিত আবেদন করা হয়। বিডিও উজ্জোগ’ নিয়া এদিন স্কুলক ১০ জোড়া বেঞ্চ দিল। ইয়ার বাদে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা আরহ অভিভাবকলা। বিডিও মিহির কর্মকার কন, স্কুলের পাক থাকি আবেদন জানানো হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিত স্কুলক ১০ জোড়া বেঞ্চ দেওয়া হইল।’ কামাখ্যাগুড়ি-২ নম্বর আর আর প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সরস্বতী সাহা কন, ‘হামরা স্কুলের পাক থাকি বেঞ্চের বাদে বিডিও’র কাছত আবেদন করিসি। আজি স্কুলত আসিয়া ১০ জোড়া বেঞ্চ দেওয়া হইল। আরহ স্কুলের বিভিন্ন সমস্যা শুনিল বিডিও । ইয়ার বাদে হামরা খুব খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *