অবর বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি প্রদান তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির

বৃহস্পতিবার ফালাকাটা উত্তর মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে DPSC এর চেয়ারম্যান ও সর্ব শিক্ষা মিশনের DPO আলিপুরদুয়ার এর কাছে ২৫ দফা দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দিল পশ্চিমবঙ্গ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতি।
এদিন ফালাকাটা উত্তর মণ্ডলের বিভিন্ন এলাকা থেকে সমিতির শিক্ষক সদস্য সদস্যারা জটেশ্বর অবর বিদ্যালয় কার্যালয়ে জমায়েত হয়ে স্মারক লিপি জমা দেয়। নতুন শিক্ষা বর্ষের আগে প্রয়োজনীয় শিক্ষ্য সামগ্রী বিদ্যালয়ে পৌঁছে দেওয়া,মিড ডি মিলের বরাদ্দের পরিমান বৃদ্ধি করা,পরিশ্রুত পানীয় জল ও সীমানা প্রাচীর নির্মাণের ভেটিং সহ পাস করানোর ব্যবস্থা করা,সার্ভিস বুক আপডেট করে এক কপি শিক্ষকদের প্রদান করা,যে সকল বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা বেশি সে সব বিদ্যালয়ে লোকাল আরেনজমেন্টের ব্যবস্থা করা, দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা,বিভিন্ন বিদ্যালয়ে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ করা, ২০০৬ সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের A ও B কেটাগরি সমস্যার দ্রুত সমাধান সহ বিভিন্ন দাবিতে এদিন স্মারকলিপি দেওয়া হয় বলে সংগঠনের সার্কেল সভাপতি বিমল চন্দ্র বর্মন জানান।দাবি দ্রুত সমাধান না করা হলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেন তিনি।

ফালাকাটা থেকে আবিদ হোসেনের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *