বারবিশার নিকাশী ব্যবস্থা পরিদর্শন করিল বিডিও

উজ্জ্বল অধিকারী, কামাখ্যাগুড়ি, ২৪ এপ্রিলঃ রবিবার কুমারগ্রাম ব্লকের বারবিশার নিকাশি ব্যবস্থা পরিদর্শন করিল কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার। এদিন দুপুরবেলা বিডিও এলাকার নিকাশি ব্যবস্থা ঘুরি দেখে আরহ কথা কয় এলাকার ব্যবসায়ী বাসিন্দালার সাথত। বিডিও’র সঙ্গে হাজির আছিল বারবিশা ব্যবসায়ী সমিতির সদস্যলা আরহ থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বলা। উল্লেখ্য, প্রতি বছর বর্ষাত বারবিশা চৌপথী সংলগ্ন কুমারগ্রাম-জোরাই রাজ্য সড়ক জলমগ্ন হয়া পড়ে। সেই সাথত অগলেবগলের ভেল্লা বাড়িও জলমগ্ন থাকে। যার ফলে চরম সমস্যাত পড়ে এলাকায় সাধারণ মানষিলা। এদিন বিডিও নিজে এলাকার নিকাশি ব্যবস্থা ঘুরি দেখে। এই সমস্যা নিয়া এদিন ব্যবসায়ী আরহ স্থানীয়লার সাথত আলোচনাও করে বিডিও। কয়েক দিন পরে বর্ষা। তার আগতে এলাকার নিকাশি ব্যবস্থা চাঙ্গা করির বাদে উদ্যোগ নেউক প্রশাসন, এমনটা দাবি স্থানীয় বাসিন্দালার। এই বিষয়ে কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার জানায় , ‘বারবিশা নিকাশি সমস্যা ঘুরি দেখা হইল। নিকাশি সমস্যা সমাধানের বাদে উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *