বাঘের আক্রমনে জখম ২

ক্রান্তি ব্লকের তিতাস নামের একটি প্রজেক্ট চা বাগানে চিতাবাঘের আক্রমণে দুইজন শ্রমিক জখম হয়েছেন। জখম শ্রমিক প্রতিমা রায় ও মেরি হাঁসদাকে অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বাগানের ম্যানেজার সুশীল দাস জানান, তিনটি শাবক সহ একটি মা বাঘটি বাগানের ভিতরে আশ্রয় নিয়েছিল। শ্রমিকরা বাগানে চা পাতা তোলার সময় আক্রান্ত হন। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁরা এখন সুস্থ রয়েছেন।

কিন্তু শ্রমিকদের মধ্যে আতঙ্ক রয়েছে। এদিকে বন দফতরের কর্মীরা খবর পেয়ে সেখানে আসেন। এলাকার বাসিন্দারা চিতাবাঘের শাবকগুলিকে অন্যত্র সরিয়ে ফেলার দাবি তোলেন। তাঁদের বক্তব্য, শাবক সহ মা বাঘটি সেখানে থাকলে শ্রমিকরা আবার বাঘের আক্রমণের মুখে পড়তে পারেন। বাগানের শ্রমিকরা বাগান সংলগ্ন এলাকায় বাঘ ধরার খাঁচা পাতারও দাবি তুলেছেন।

বন দফতরের কর্মীরা এর জন্য লিখিত আবেদন করতে বলেছেন। 

ক্রান্তি থেকে এমডি রাসেল রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *