ঝড় কবলিত এলাকা পরিদর্শন করলেন বিডিও

নিউজ ডেস্ক, শীতলকুচি: মঙ্গলবার রাতের কালবৈশাখীর তাণ্ডব জেলার বিভিন্ন স্থানের সাথে সাথে শীতলকুচি বিভিন্ন এলাকায় আছরে পড়ল
শীতলখুচি ব্লকের বিভিন্ন এলাকায় ।মঙ্গলবার সন্ধ্যা নাগাদ কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেলো শীতলখুচি বিভিন্ন এলাকা।বিশেষ করে
শীতলখুচি ব্লকের লালবাজার অঞ্চল, খলিসামারি অঞ্চল , ছোট শালবাড়ী অঞ্চল, গোসাইরহাট অঞ্চল, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কোথাও গাছ ভেঙে বাড়ির উপরে আবার কোথাও বাড়ীর চাল উড়ে গেছে ঘরের চাল এবং শিলাবৃষ্টিতে টিনের চাল ফুটো হয়েছে অজস্র মানুষকে গৃহহারা হয়েছে।এদিনের এই কালবৈশাখীর তাণ্ডব সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষীদের প্রচুর ক্ষতি হয়েছে বোরো ধান, ভুট্টা ,পাট সহ নানান সবজি ক্ষেতের ।
আর এদিন এই ক্ষয়ক্ষতি দেখতে ক্ষতিগ্রস্ত এলাকা ঘিরে দেখলেন শীতলকুচি বিডিও সফিয়া আব্বাস,
বুধবার দুপুরের দিকে। ক্ষতিগ্রস্ত এলাকা গুলির মধ্যে লালবাজার অঞ্চলের , ছোট শালবাড়ী অঞ্চল, সরিষাবাড়ী অঞ্চল বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং গ্রাম পঞ্চায়েত গুলোকে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন বিডিও,
অল্পক্ষণের এই কালবৈশাখীর তাণ্ডব শীতলখুচি ব্লকের বিভিন্ন স্থানে মানুষকে ঘরছাড়া করে তুলেছে।সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় পরিবারগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *