WBSEDCL এর পক্ষ থেকে কম্পিউটার প্রদান বীরপাড়ার দুটি স্কুলকে

আবিদ হোসেন, বীরপাড়া :- ওয়েস্ট বেঙ্গল ষ্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আলিপুরদুয়ার রিজিওন অফিসের উদ্যোগে শুক্রবার মাদারিহাট বীড়পাড়া ব্লকের ডিমডিমার সেন্ট মারিয়া গোর্থী গার্লস হাই স্কুল ও ডিমডিমা ফাতেমা হাই স্কুলে চারটি করে মোট আটটি কম্পিউটার ও প্রিন্টার মেশিন প্রদান করা হয়।বিদ্যুৎ দপ্তর সুত্রে খবর, শুধু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবাই নয়, সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অঙ্গ হিসেবে ২০২১-২০২২ আর্থিক বর্ষে এই কম্পিউটারগুলো দুই বিদ্যালয়কে প্রদান করা হয়।এদিন সেই উপলক্ষে বিদ্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে খবর।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন আধিকারিক শ্রদ্ধা সুব্বা, আলিপুরদুয়ার জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ জেসিন্তা লাকড়া, বীড়পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি রোহিত বিশ্বকর্মা, জঁয়গাও ডেভেলপমেন্ট অথারিটির ভাইস চেয়ারম্যান শ্রী জয়প্রকাশ টপ্পো, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল আলিপুরদুয়ার আহাসানুল করিম, এস,আই সনাতন দাস,WBSEDCL আলিপুরদুয়ার রিজিওনের রিজিওনাল ম্যানেজার গোবিন্দ তালুকদার, আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার অংশুমান সরকার , বীড়পাড়া কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার অনিমেষ চন্দ্র সরোজ, সহ অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *