ভেল্লা বিষয় নিয়া সাইবার সচেতনতা আয়োজিত হইল কার্তিক চা বাগানত

দেবাশীষ রায়, কুমারগ্রাম, ৬ মেঃ শুক্রবার কুমারগ্রাম ব্লকের রায়ডাক গ্রাম পঞ্চায়েতের কার্তিক চা বাগানত সাইবার সচেতনতা শিবির আয়োজিত হইল। মূলত আলিপুরদুয়ার জেলা পুলিশ, কার্তিক চা বাগান কর্তৃপক্ষ আরহ সিনির সহযোগিতাত এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হইসে। শিবিরের প্রধান আলোচনার বিষয় আছিল মানব পাচার প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ আরহ অপরাধমূলক কর্মকাণ্ডত ছাওয়ালাক বাচেবার উপায়। এ বিষয়ে আলিপুরদুয়ারের এসপি আর রঘুবংশী নারী পাচার, বাল্যবিবাহ আরহ অপরাধমূলক বিষয় নিয়া প্রশ্নোত্তর সবার সামনত রাখে আরহ সঠিক উত্তরদাতালার হাতত চকলেট পুরস্কার হিসেবে তুলি দেয় । এদিন এই কর্মসূচিতে হাজির আছিল আলিপুরদুয়ার এসডিপিও, শামুকতলা থানার অসি আরহ স্থানীয় চা বাগানের মালিক, গ্রাম পঞ্চায়েত প্রধান, চা বাগানের শ্রমিকলা কিশোর কিশোরীলা আরহ সিনির ব্লক কো-অর্ডিনেটর অসিত সিকদার অন্যান্য সদস্যলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *