শিলিগুড়িতে ফের সক্রিয় কল সেন্টারের।ফোনে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দুই মহিলা

বিগত সময়ে কল সেন্টারের আতুঘর হিসেবে পরিচিতি পেয়েছিল শহর শিলিগুড়ি।তবে গৌরব শর্মা শিলিগুড়ি পুলিশ কমিশনারের দায়িত্ব নেওয়ার পর শহরে একের পর এক কলসেন্টারের বিরুদ্ধে অভিযানে সামিল হয়ে প্রায় সম্পুর্নরুপে শহরে কলসেন্টার বন্ধ করতে সমর্থ হয়েছে।এমনটাই দাবি প্রসাশনিক মহলের।তবে কি সম্পুর্ন রুপে বন্ধ হয়েছে এই ফোনে লোক ঠকানো ব্যাবসা।না,এবার শহরের বুকে অফিস ভাড়া করে নয়,বাড়ি ভাড়া নিয়ে চলছে এমন ব্যাবসা।আর এমনই বাড়িতে বসে কলসেন্টার চালানোর অভিযোগে মঙ্গলবার ঝারখন্ড পুলিশ শিলিগুড়ি থেকে গ্রেফতার করলো পুজা মিত্র ও পুষ্পা রায়কে এদের দুজনের বাড়ি অম্বিকা নগরের হরিপুর ও ৪০ নম্বর ওয়ার্ডের গীতাল পাড়ায়।পুলিশ সুত্রে জানাগেছে ২২ শে জুন ২০২১ সালে ছত্রিসগড় জগদলপুরের কিশোর পুজারি নামে এক ব্যাক্তি প্রতারনা সংক্রান্ত একটি লিখিত মামলা ছত্রিসগড় থানায় দায়ের করে।সেই ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ওই ব্যাক্তির কাছ থেকে ১২/৬ থেকে ১৫/৬/২১ তারিখ অবধি ফোনে নানান প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে শিলিগুড়ির এই দুই মহিলা।ফোন নাম্বারের উপর ভিত্তি করে তদন্তে শুরু করে পুলিশ জানতে পারে শিলিগুড়ির বাসিন্দা ওই দুই প্রতারক মহিলা।দির্ঘ খোজের পর অবশেষে এন জে পি থানার সহযোগীতায় গত সোমবার তাদের বাড়ি থেকেই দুজনকে গ্রেফতার করে ছত্রিসগড় পুলিশ।ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ঝারখন্ড নিয়ে যাওয়ার আবেদন জানাবে ঝারখন্ড পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *