১১ বছর বর্ষপূর্তি

মহম্মদ রাসেল, ক্রান্তি:নবগঠিত ক্রান্তি ব্লক প্রশাসন ও নবগঠিত ক্রান্তি পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের ১১ বছর কর্মসূচি পঞ্চায়েত সমিতি অফিসের সামনে অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের জনহিতকর প্রকল্পগুলির ফ্লেক্স ও ব্যানার মাধ্যমে সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রচার করা হয় । ক্রান্তি বিডিও প্রবীর কুমার সিনহা ও ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় নেতৃত্বে উপস্থিত সকল স্তরের জনগণ মানববন্ধনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের সকল প্রকল্প গুলি, ব্লকের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হন। ক্রান্তি ব্লক অধীন রাজাডাঙ্গা ,চেংমারী, ক্রান্তি, লাটাগুড়ি, মৌলানি, চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বিগত দিনে দুয়ারে সরকারে লক্ষী ভান্ডার ৩৩৭১৩ জন, স্বাস্থ্য সাথী ২০১৫৫ জন, জাতিগত শংসাপত্র ২২৫৭২ জন, তপশিলি বন্ধু ৪৩৯ জন , জয় জোহার ৪১৭ জন,মানবিক ৫৩৩ জন, প্রতিবন্ধী শংসাপত্র ৪৪ জন উপভোক্তা পরিষেবা প্রদান করা হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে লোকসংস্কৃতির মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্প গুলি প্রচার করা হয়। ক্রান্তি বিডিও প্রবীর কুমার সিনহা ও পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ক্রান্তি ব্লকের অন্তর্গত সরকারের সমস্ত রকমের প্রকল্প গুলি সকল স্তরের মানুষের কাছে পৌছে দিতে সহায়তা করবেন বলে জানালেন। এদিনের অনুষ্ঠানে বিডিও প্রবীর কুমার সিনহা ,পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, ছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের অধীন ৬টি অঞ্চলে প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ, সদস্য-সদস্যাগণ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *