স্বনির্ভরতার লক্ষ্যে মুরগীর বাচ্চা বিতরণ প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের

মাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বুধবার মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এদিন কুমলাই গ্রাম পঞ্চায়েতের ৪৬ জন ও তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার ৫৬ জন সাধারণ মানুষের হাতে মুরগির বাচ্চা তুলে দেওয়া হয় । এদিনের এই মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাল পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মৌসুমী সরকার, বিএলডিও নান্টু সর্দার সহ অনেকে। মূলত হাস-মুরগী বাড়িতে প্রতিপালন করে স্বনির্ভর হওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে।
মূলত মাল পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের উদ্যোগে এদিন মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এর আগেও হাঁস ও মুরগির বাচ্চা, মৎস্যচাষীদের মাছের চারা ও চুন এমনকি সাইকেল বিতরণ করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে খুশি সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *