বন্য হাতির উপদ্রব থেকে জমির ফসল, সুপারি বাগান,বাসস্থান রক্ষার দাবিতে মাদারিহাট রেঞ্জ অফিসারকে ডেপুটেশন পশ্চিম মাদারিহাট এলাকাবাসীর

বন্য হাতির উপদ্রব থেকে জমির ফসল, সুপারি বাগান,বাসস্থান রক্ষার দাবিতে মাদারিহাট রেঞ্জ অফিসারকে ডেপুটেশন দিলো এলাকাবাসী।প্রতিনিয়ত এলাকায় হানা দিচ্ছে হাতির দল, হাতির উপদ্রপে নাজেহাল মাদারিহাট রেঞ্জের উত্তর খয়েরবাড়ি বিটের পশ্চিম মাদারিহাট এলাকার বাসিন্দারা।এলাকাবাসীর অভিযোগ, আমন ধানের সময় থেকে এলাকায় ১৫ থেকে ৪৫ টি হাতির দল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।হাতির উপদ্রপে ক্ষতিগ্রস্থ হয়েছে ভুট্টা, পাট সহ বিভিন্ন সবজি, সুপারি বাগান ও বাসস্থান।তাদের দাবি ইতিমধ্যে এলাকার প্রায় ১৫০ টি পরিবারের প্রায় ৫০ একর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। যার আর্থিক মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা বলে দাবি তাদের।এলাকার প্রায় চারশো পরিবারের মধ্যে বেশিরভাগই কৃষিকাজের উপর নির্ভরশীল।এলাকাবাসীর অভিযোগ ,বন দপ্তরকে বহুবার বলা সত্বেও স্থায়ী কোনো প্রতিকারের ব্যবস্থা করে নি।খবর দিলে সঠিক সময়ে বন কর্মীরা আসেন না বলেও অভিযোগ। ফলে খালি হাতে রাতভর পাহারা দিয়ে শেষ রক্ষা হচ্ছে না কষ্টার্জিত ফসল। হাতির উপদ্রপ রুখতে এলাকায় ক্যাম্প ও টাওয়ার তৈরি করে,পর্যাপ্ত সার্চ লাইট ও পটকার ব্যবস্থা করে ফসল রক্ষায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।মাদারিহাটের রেঞ্জার শ্রীবাস সরকার জানান, হাতির হানা রুখতে লাগাতার টহলদারি চালাচ্ছেন বনকর্মীরা। তবে এলাকাবাসী ও বন সুরক্ষা কমিটির সঙ্গে বসে হাতির উপদ্রপ রক্ষায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি বলে জানা গিয়েছে।উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন এলাকাবাসী আমিরুল ইসলাম।
মাদারি হাট থেকে আবিদ হোসেনের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *