স্বেচ্ছায় রক্তদান শিবির করণদিঘী থানা প্রাঙ্গণে

ধর্মেন সিংহ, করণদিঘী : রক্ত রক্তদানের আরেক নাম জীবন দান , তাই উত্তর দিনাজপুর জেলার ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট মেটাতে করণদিঘী থানা ও করণদিঘী ট্রাফিক পুলিশের উদ্যোগে ও রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো করণদিঘী থানা প্রাঙ্গণে। এদিনের শিবিরে প্রায় ৫০ জন পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ার স্বেচ্ছায় রক্তদান করে। সকল রক্তদানকারীর হাতে শংসাপত্র তুলে দেন করণদিঘী থানার আইসি সৌমজিৎ রায় । এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি, করণদিঘী ট্রাফিক পুলিশের ওসি রিদম সাহা, রায়গঞ্জ মুক্তির কান্ডারীর কর্ণধার কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ অফিসারগণ।

করণদিঘী থানার আইসি সৌমজিৎ রায় জানিয়েছেন, রক্তদান , জীবন দান। তাই আরো স্বেচ্ছায় রক্তদানের প্রচার বাড়াতে হবে । এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য মানুষকে সচেতন করে উৎসাহ দান করতে হবে। পাশাপাশি এই মহৎ কাজে যুবসমাজকে এগিয়ে আসার জন্য বার্তা দিয়েছেন করণদিঘী থানার আইসি সৌমজিৎ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *