প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক,দিনহাটা:
দূর্গানগরে শুকর পালনের উপর এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল। মঙ্গলবার দুপুরে বেকার ছেলে মেয়েদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ও গ্রামীন অর্থনীতির বিকাশ সাধনের লক্ষ্যে কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং প্রান্তিক ফার্মাস প্রোডিউসার কোম্পানীর ব্যবস্থাপনায় দিনহাটা দুই নং ব্লকের দূর্গানগরে শুকর পালনের উপর এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল। বাংলাদেশ সীমান্তবর্তী এই ব্লকের বেশীরভাগ মানুষই কৃষি কাজের উপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে প্রকৃতির খামখেয়ালীপনার কারনে অনেকক্ষেত্রেই কৃষককে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাছাড়াও অনেক সময় বিক্রিত ফসলের সঠিক দাম পাচ্ছে না কৃষক। এরকম পরিস্থিতে অনেক কৃষকই চাষবাসের ক্ষেত্রে উৎসাহ হারাচ্ছেন। সরকারী ভাবেও এখন কৃষকদেরকে কৃষির পাশাপাশি পশুপালন ও কৃষিজাত পন্যকে বাজারজাত করার লক্ষ্যে উৎসাহিত করা হচ্ছে।
বেকার যুবকদেরকে কর্মমুখী করতে দিনহাটা দুই নং ব্লকের প্রান্তিক ফার্মাস প্রোডিসার কোম্পানির ব্যবস্থাপনায় ব্লক এলাকার প্রায় চল্লিশ জন উদ্যোমীদেরকে নিয়ে আয়োজিত এই কর্মশালায় শুকর পালনের জন্য করনীয় কাজগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিষেশজ্ঞ রাহুল দেব মুখার্জী। এছাড়াও ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী তথা শিক্ষক সৈকত সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *