কনভেনশন

নিউজ ডেস্ক, শিলিগুড়ি:ইউনাইটেড গার্জিয়ান্স কাউন্সিলের দার্জিলিং জেলা কনভেনশন অনুষ্ঠিত হল শনিবার। শিলিগুড়ির পার্শ্বস্থ উত্তরকন্যার পাশে এক বেসরকারি লজে এই কনভেনশন অনুষ্ঠিত হয়।দার্জিলিং জেলার সংখ্যালঘু বুদ্ধিজীবীরা এই কনভেনশনে অংশগ্রহণ করেন। মূলত মাইনোরিটি এবং এস এসটি ও ওবিসি সম্প্রদায়ের ছেলে এবং মেয়েদের ইংরেজি মাধ্যমের রেসিডেনশিয়াল স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে আগামী দিনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে দরবার করবে এই ইউনাইটেড গার্জিয়ান্স কাউন্সিল বলে জানা গিয়েছে। অনুষ্ঠানের শুরুতে নস্য শেখ উন্নয়ন পরিষদের সভাপতি তথা কামতাপুরী ভাষা আকাদেমির চেয়ারম্যান জনাব বজলে রহমানকে সম্প্রতি কালে তার কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া ‘ঠাকুর পঞ্চানন পুরুষ্কার’ এর জন্য সম্বোর্ধনা জ্ঞাপন করা হয় কাউন্সিলের পক্ষ থেকে।ইউনাইটেড গার্জিয়ান্স কাউন্সিল এর সাধারণ সম্পাদক তথা কলকাতা হাই কোর্টের এডভোকেট মাসুদ করিম জানান, আমরা রাজ্য সরকারের কাছে ইতিমধ্যে প্রতিটি ব্লকে সমাজের পিছিয়ে পড়া শ্রেণির জন্য ইংরাজি মাধ্যমের রেসিডেন্সিয়াল স্কুলের প্রস্তবনা পাঠিয়েছি।তিনি আরো জানান,কেন্দ্রীয় সরকারে আর্থিক অনুকূল্যে এবং রাজ্য সরকারের সহযোগিতায় আগামী দিনে আমাদের প্রস্তাব মতো যদি কাজ হয় তাহলে গ্রামে গঞ্জের বা প্রত্যন্ত এলাকার মাইনোরিটি সম্প্রদায়ের ছেলে মেয়েরা ইংরাজি মাধ্যমে পড়াশোনা করে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।আজকের এই কনভেনশনে উপস্থিত ছিলেন ইউনাইটেড গার্জিয়ান্স কাউন্সিল এর সভাপতি মোহম্মদ শাহ আলম, জনাব বজলে রহমান এবং শিক্ষানুরাগীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *