মুক্তি পাইল ‘জামাই ষষ্ঠী’ কমেডি শর্ট ফিল্ম। তেলিপাড়া চৌপথীত প্রোজেক্টারের মাধ্যমে দেখানো হইল সাধারণ মানুষলাক

দেবাশীষ রায়, কামাখ্যাগুড়ি, ৫ জুনঃ আনুষ্ঠানিকভাবে মুক্তি পাইল ‘জামাই ষষ্ঠী’ কমেডি শর্ট ফিল্ম। সন্ধ্যাবেলা কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া চৌপথীত প্রোজেক্টারে মাধ্যমে ওই শর্ট ফিল্ম দেখানোর ব্যবস্থা করা হয়। এলাকার ভেল্লা উৎসাহী মানষি রাস্তার পাশত দাঁড়েয়া ওই শর্ট ফিল্ম দেখে। জানা গেইছে, ‘জামাই ষষ্ঠী’ শর্ট ফিল্মটা পরিচালনা করিসে পশ্চিম চকচকার বাসিন্দা সমীরকুমার দাস। পরিচালনার বগলাবগলি কাহিনী আরহ চিত্রনাট্যেতো সমান দক্ষতার ছাপ রাখিসে সমীর। ওই শর্ট ফিল্মত অভিনয় করিসে শ্রীবাস বর্মন, শুভম সরকার, অমর বিশ্বাস, ক্ষীরেন বর্মন, শ্যামলী বর্মন আরহ পায়েল সেন। ছবিটা প্রযোজনা করিসে সমীরকুমার দাস আরহ শ্রীবাস বর্মন। উদ্যোক্তালা জানাইছে, স্বল্প দৈর্ঘের এই কমেডি ছবিটা জামাই ষষ্ঠীক সামনত রাখি তৈরি করা হইসে। তাই এর বাদে নাম দেওয়া হইছে ‘জামাই ষষ্ঠী’। পরিচালক সমীরকুমার দাস কন, ‘সাধারণ মানষির আনন্দ দিবার বাদে ছবিটা তৈরি করা হইসে। আশা করং, ছবিটা দেখি সবার ভাল লাগিবে। শুভমুক্তি উপলক্ষে তেলিপাড়া চৌপথীত এদিন প্রোজেক্টারের মাধ্যমে ছবিটি দেখানোর ব্যবস্থা করিসি। ভেল্লা মানষি রাস্তায় দাঁড়েয়া হামার এই ক্ষুদ্র সৃষ্টিক চাক্ষুষ করিসে। হামরালা ইয়ার বাদে আনন্দিত আরহ উৎসাহিত। দর্শকলার ভালোবাসাত আগামীদিনত আরও ভালো কিছু করার চেষ্টা করিমো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *