কবিরত্ন সন্মান পেলেন কোচবিহারের দুই সাহিত্যিক

অপু দেবনাথ,হলদিবাড়ি: ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত সাহিত্য সম্মেলনে কবিরত্ন সন্মান পেলেন , কোচবিহার জেলার দুই সাহিত্যিক । এরা হলেন, আনারুল ইসলাম প্রামানিক ও রবিউল গনি প্রধান । একজনের বাড়ি কোচবিহারের জেলার মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ীতে । অন্যজনের বাড়ি হলদিবাড়িতে । এদিনের এই কবি সম্মেলনে উপস্থিত ছিলেন কবি মিনা রায় বন্দ্যোপাধ্যায় এবং সম্মেলনের সভাপতি ও বিশিষ্ট কবি সুব্রত পাইরা সহ আরো বিভিন্ন জেলার একাধিক সাহিত্যিক । এই বিষয়ে কবি আনারুল ইসলাম প্রামানিক ও রবিউল গনি প্রধান জানান – কবিরত্ন সন্মান নিতে গত বৃহস্পতিবার ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা । শুক্রবার বেলা ১১টা নাগাদ আন্তর্জাতিক সাহিত্য নিকেতন কুষ্টিয়ার পক্ষ থেকে কবিরত্ন সন্মান ও শংসাপত্র তুলে দেওয়া হয় তাঁদের । এই সম্মেলনী সভায় ভারত ও বাংলাদেশের মোট ৪২ জন কবিকে এই শংসাপত্র দেওয়া হয় । শংসাপত্র নিয়ে শুক্রবার রাত ১০ টার সময় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন দুই কবি । শনিবার বেলা ১২ টা নাগাদ নিজগৃহে পৌঁছান তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *