বাসন্তীরহাটে ব্লক সহ কৃষিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে বিশেষ কর্মসূচি

মঙ্গলবার দুপুরে বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের নিয়ে এই বিশেষ কর্মসূচি আয়োজিত হয়। মূলত জাতীয় খাদ্য সুরক্ষা মিশন ২০২২-২৩ এর অধীনে সংশ্লিষ্ট এলাকায় ১০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল আমন ধানের চাষ করা হবে এবং সেই প্রদর্শনীর মাধ্যমে আগামীদিনে কৃষকদের আরও বেশি করে উচ্চ ফলনশীল বীজ,উপকরণ দেওয়া হবে যাতে তাদের লাভজনক হতে পারে। সেই কারণেই আজ কৃষকদের উচ্চ ফলনশীল বীজ ও উপকরণ প্রদান করা হয় এছাড়াও কিভাবে উচ্চ ফলনশীল বীজ রোপণ করা হবে সেই সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় উপস্থিত কৃষকদের।
উপস্থিত ছিলেন DDA WBP AND PD ATMA গোপাল চ্ন্দ্র মান, JDA ট্রেনিং কোচবিহার রজত চ্যাটার্জী, DDA SM দিনহাটা ১ নম্বর ব্লক অ্যাডমিনিস্ট্রেটিভ ডক্টর মহম্মদ গিয়াসউদ্দিন, DDA SM দিনহাটা ডক্টর উৎপল মণ্ডল, দিনহাটা ২ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা শুভাশিস চক্রবর্তী, দিনহাটা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন,কৃষি কর্মাধ্যক্ষ বিমল বর্মন সহ বহু কৃষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *