কোচবিহার সোনারী হেডকোয়ার্টার সহ বিওপি গুলিতে বিশ্ব যোগ দিবস পালন বিএসএফ ১৯২ নম্বর ব্যাটালিয়নের

রাহুল দেব বর্মন,কোচবিহার:মঙ্গলবার ২১ শে জুন ২০২২- এবছর অষ্টমবর্ষ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বিএসএফ ১৯২ নম্বর ব্যাটালিয়নের কমান্ডার চন্দ্র মোহন সিং রাওয়াতের নির্দেশে এই বাহিনীর হেডকোয়ার্টার সোনারী এবং ব্যাটালিয়নের জেলার প্রত্যেকটি বিওপি পোস্টগুলিতে সকাল ৭ টা থেকে ৭:৪৫ মিনিট পর্যন্ত যোগব্যায়াম অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষিত প্রশিক্ষকগণ। এদিন এই অনুষ্ঠানে সকল আধিকারিক এবং জওয়ানরা উৎসাহের সহিত অংশ নিয়েছেন। একটানা যোগব্যায়াম করলে স্বাস্থ্যের উপকারিতাগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন প্রশিক্ষিত প্রশিক্ষকরা এছাড়াও সহ কর্মীদের সচেতন ও অনুপ্রাণিত করা হয় ক্রমাগত যোগ অনুশীলন করার জন্য।
এদিন এছাড়াও বিএসএফ ১৯২ নম্বর ব্যাটালিয়নের ‘বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ কমিটির তত্ত্বাবধানে, বিএসএফ হেডকোয়ার্টার সংলগ্ন বসবাসকারী পরিবারের মহিলা ও শিশুদের জন্যও যোগ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে তারাও সকলে উৎসাহের সাথে অংশ নেন বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *