খুঁটি পূজার মধ্য দিয়ে ৬৪তম দুর্গা পূজোর সূচনা করলো ফালাকাটা মুক্তিপাড়া ইউনিট

বিদ্যুৎকান্তি বর্মন,ফালাকাটা:-
খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গা পূজোর সূচনা করল ফালাকাটা মুক্তি পাড়া ইউনিট। জানাযায় চিরাচরিত প্রথা মেনে উল্টো রথের দিন খুঁটি পুজো করে দুর্গা পুজোর প্যান্ডেলের কাজ প্রতিবছরের মত এ বছরও শুরু করা হল ফালাকাটা মুক্তিপাড়া ইউনিটের মাঠে। এ বছরে তাদের পুজো ৬৪ তম বছরে পদার্পন করবে। এদিন ঢাক ঢোল বাজিয়ে পূজা অর্চনা করে খুঁটিপুজো মধ্যে দিয়ে, প্যান্ডেলে কাজ শুরু করা হয়। তবে পূজার থিম জনসমক্ষে আগামী বিশ্বকর্মা পুজোর দিনেই অনাহবে , প্রতিবছরের মতো এ বছরও। এ বিষয়ে ফালাকাটা মুক্তি পাড়া ইউনিটের সম্পাদক অভিজিৎ রায় জানান প্রতিবছর নতুন কিছু ফালাকাটার বুকে নিয়ে আসে মুক্তি পাড়া ইউনিট এ বছরও ঠিক একই ভাবে নতুন কিছু নিয়ে আসতে চলেছে নতুন ভাবনায় মুক্তি পাড়া ইউনিট। আমরা পুরনো কিছু তৈরি করি না যা করি সব সময় সর্বদা নতুন ভাবনাকে নতুনভাবে প্যান্ডেলের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করি। ঠিক একইভাবে পুরনো চিরচরিত রীতিমেন আজ উল্টোরথ উপলক্ষে খুঁটি পুজো মধ্য দিয়ে পেন্ডেলে কাজ শুরু করা হলো, আগামী তিন মাস যাবত এই প্যান্ডেলের কাজ চলবে তবে পুজোর থিম বা মণ্ডপ তৈরির বিষয়ে প্রতিবছরের মত এ বছরও বিশ্বকর্মা পুজোর দিনেই জনসমক্ষে আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *