খুঁটিপুজো দিয়ে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু

বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গোৎসব, শনিবার উল্টো রথের দিন হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ির কাশিয়া বাড়ি সার্বজনীন দুর্গোৎসবের খুঁটিপুজো সম্পন্ন হল । এইদিন কাশিয়া বাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো কাশিয়াবাড়ি প্রাইমারি স্কুলের মাঠে করা হয় । খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন কমিটি সভাপতি সুমিত কুমার রায় , সম্পাদক তরুণ রায় ও শ্রী পদ রায় , হিসাব রক্ষক শিশির মল্লিক সহ অন্যান্যরা। হলদিবাড়ি ব্লকের মধ্যে এটি অন্যতম । তাই প্রতিবছর হলদিবাড়ি ও পার্শ্ববর্তী এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে প্রচুর মানুষ এই পুজো দেখতে ভিড় জমান । পুজো কমিটির সদস্যরা জানান তাঁদের পুজো এ বৎসর ৫০ বৎসরে পদার্পন করলো। তাই তাঁদের এ বৎসরের পুজো এবার একটু অন্যমাত্রা পাবে। আজ খুঁটিপুজো সম্পন্ন হলো । এই বছর ৫ থেকে ৬ লাখ টাকার বাজেট রয়েছে । কাল্পনিক মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা হবে । এছাড়াও প্রতিমা ও আলোকসজ্জায় থাকবে চমক । এছাড়া পুজোর দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে । সমস্ত সরকারি নির্দেশ মেনে এবারও তারা পুজো করবো ।

হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *