স্কুল ছাত্রকে মারধরের ঘটনায় অবরোধ খগেনহাট বাজারে

নিজস্ব সংবাদদাতা, ফালাকাটাঃ স্কুল ছাত্র ও তার দাদাকে মারধরের ঘটনায় পথ অবরোধ করা হল খগেনহাট। খগেনহাট নাগরিক মঞ্চ পথ অবরোধ করে। ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার দিনে পথ অবরোধ করায় অবরোধ তুলতে জটেশ্বর ফাঁড়ি পুলিশের সঙ্গে স্থানীয় প্রশাসন ও তৃণমূল কংগ্রেস নেতাদের অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসতে হয়েছে। অবরোধকারীদের দাবি মারধরের ঘটনায় যুক্ত অপরাধীদের গ্রেপ্তার করা না হলে অবরোধ আন্দোলন চলতে থাকবে। দুপুর নাগাদ ফালাকাটা থানার বিশাল পুলিশ বাহিনী এসে আলোচনার মাধ্যমে অবরোধ তোলার চেষ্টা চালাতে থাকে। অপরাধীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলেও পথ অবরোধ তুলতে সম্মত হননি নাগরিক মঞ্চের সদস্যরা। এরপর ফালাকাটা থানার পুলিশ ও তৃণমূলের ব্লক স্তরের নেতৃবৃন্দ এসে অবরোধ তোলার জন্য অবরোধকারীদের সঙ্গে আলোচনা চালান। বিকেল নাগাদ খগেনহাট নাগরিক মঞ্চ পথ অবরোধ তুললেও খগেনহাট নাথুনি সিং উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয় যুবকেরা আন্দোলন চালাতে থাকে। খবর লেখা পর্যন্ত এখনও চলছে অবরোধ। অন্যদিকে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে গেলে বাঁধাপ্রাপ্ত হয় বলে সূত্রের খবর। জটেশ্বর ফাঁড়ির ওসি উৎপল নার্জিনারী বলেন, “অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।”

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর আনুমানিক দুটো থেকে আড়াইটে নাগাদ খগেনহাট নাথুনি সিং উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির এক ছাত্র বাইরে স্কুল গেটের কাছে বেরিয়ে এলে ছয় জন দুস্কৃতি তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। ওই ছাত্রটি ফোন করে তার দাদাকে সমস্ত ঘটনা জানালে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় ছাত্রের দাদাও। এরপর দুই ভাইকে গালিগালাজ ও মারধর করা হয়। অভিযোগ, তাদের যৌনাঙ্গ কেটে দেওয়ার চেষ্টা এবং প্রাণে মারার হুমকি দেওয়া হয়। অভিযোগের সূত্র ধরে জানা গেছে, পূর্বের একটি ঘটনার রেশ ধরে ওই ছাত্রের উপর চড়াও হয় অভিযুক্তরা। ছাত্রের বাবা বিপ্লব রায় জানান, “মাস খানেক আগে তার ছেলের দুই সহপাঠীর মধ্য বচসা বাঁধে। সেই দুইজনের বচসায় ঘটনার সময় উপস্থিত ছিল তার ছেলে। সেই ঘটনার রেশ ধরে সোমবার তার ছেলের ওপর চড়াও হয় দুস্কৃতিরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *