সর্প সচেতনতা শিবির

আলিপুরদুয়ার, 16 জুলাই: বর্ষার মরসুম চলছে আর সাপের কামড় ও সাথে মৃত্যু ঘটছে। এজন্য আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে বিশ্ব সর্প দিবস উপলক্ষে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস পর্যন্ত, ডুয়ার্সের বিভিন্ন জনজাতি ও চা বাগানের মাঝে দুই মাস ব্যাপী সর্প সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে।শনিবার আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলে সর্প সচেতনতা শিবিরের আয়োজন করল আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা। সংস্থার সদস্যরা জানান, এই সর্প সচেতনতামূলক শিবিরটি 16 ই জুলাই থেকে 19 ই সেপ্টেম্বর পর্যন্ত করা হবে। আমাদের লক্ষ্য সাপ বাঁচুক, মানুষ বাঁচুক । সাপে কামড় দিলে ওঝার কাছে যাবেন না সরাসরি হাসপাতাল যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *