শিক্ষকের অভাব!

নিউজ ডেস্ক, শিলিগুড়ি:রাজগঞ্জের আমের বাড়ি জুনিয়র হাইস্কুলত বিতা ছয় মাস ধরি ছাত্রছাত্রীলা স্কুলত আসিলেও হয় না ক্লাস শিক্ষকের অভাবে। জানা গেইছে কয়েক বছর আগতেই এই জুনিয়র হাই স্কুল স্থাপিত হইলে একজন অতিথি শিক্ষক এর দ্বারাই পড়াশুনা চলিলহয় বিগত কয়েক বছর ধরিই। বিতা ছয় মাস আগতেই চুক্তি শেষ হইছে ওই অতিথি শিক্ষক এর ফলে উমা আর আসেন না স্কুলত। এই জুনিয়র হাই স্কুলত পঞ্চম থাকি অষ্টম অবধি প্রায় 40 জনেরও বেশি ছাত্র-ছাত্রী চরম অসুবিধাত। প্রত্যেকদিন উমরা স্কুলের ব্যাগ বইপত্র নিয়া আসিলেও শিক্ষকের অভাবে ক্লাস হচে নাই, ফলে উদ্বিগ্ন এই ছাত্র-ছাত্রীর অভিভাবকেলা। স্থানীয় অভিভাবকলা জানান উমরা চায় এই স্কুলত অতিসত্বর পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থা করিবা হবে যাতে উমারলার ছাওয়ালার পড়াশোনা আগের মতো করা যায় আর এই স্কুলতেই যাতে উমরা পড়াশোনা করে। এই লাগোয়া আমের বাড়ি পানাসগুড়ি প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতিবর রহমান জানান উমরাও এসআই ক জানায়ছেন কারণ উমারলার স্কুল থাকিই এই জুনিয়র হাইস্কুলত ছাত্রছাত্রীলা যায়, যুদি এই স্কুল পুনরায় না চালু হয় তবে সবচেয়ে অসুবিধাত পড়িবে উমারলার প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীলা, সেইবাদে উমরাও চায় অতিসত্বর এই স্কুলত পর্যাপ্ত শিক্ষক যেন আসে। এস আই সাজ্জাদ হোসেনের সাথত যোগাযোগ করা হইলে উমা ফোন ধরেন নি।নাম প্রকাশত অনিচ্ছুক এক শিক্ষা আধিকারিক কন উমরা চেষ্টা করেছে অতিসত্বর ওই স্কুলত পর্যাপ্ত শিক্ষক পাঠানোর, যদি ব্যবস্থা করা না যায় তাহইলে অগলেবগলের কোন হাইস্কুলত এই ছাত্রলাক টান্সফার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *