গোপালপুর এলাকায় বৃক্ষ রোপন করে জেলাশাসক

সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা:”গাছ লাগান প্রান বাঁচান” এই লাইনটি বাস্তবায়ন করতে ২০১৯ সাল থেকে উঠে পড়ে লেগেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা। তারেই উদ্দ্যেগে রবিবার সফল হল প্রায় ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি। এদিন সংশ্লিষ্ট ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রায় ২ হাজার চারা গাছ বিলি এবং রোপণ করা হয়। নিজের হাতেই গাছ রোপণ করে কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান, মাথাভাঙ্গা মহকুমা শাসক অচিন্ত্য হাজরা, মাথাভাঙ্গা এডিশনাল এসপি অমিত ভার্মা সহ উচ্চ আধিকারিকরা। বিডিও সম্বল ঝা জানান, রবিবার দুপুর ১২ টা নাগাদ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় এক লক্ষ বৃক্ষ রোপন করা হয়। এই মহতী কর্মসূচিতে যে সব সংস্থা বা সহৃদয় ব্যক্তিরা সাহায্য করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এভাবে গাছ লাগালে প্রকৃতি যেমন সুস্থ থাকবে তেমনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সাধারণ মানুষেরা। উপস্থিত ছিলেন, শীতলকুচির প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ মহেন্দ্র বর্মন , প্রধান মালতি বর্মন, এসডিপিও সুরজিৎ মন্ডল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *