চক্ষু পরীক্ষা শিবির

বামনহাটে পাথরসন মহাকালহাট স্মৃতি সংঘ এন্ড পাঠাগারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয় বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা শিবির। এদিন মহাকালহাট পার্শ্ববর্তী এলাকার মোট ১২০ জন মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেন এবং তাদের মধ্যে ২১ জনের চোখে ছানি ধরা পড়ে বলে জানা গেছে। কলকাতা লায়ন্স হসপিটালের চিকিৎসক ডক্টর শংকর দে তিনি জানান গ্রামেগঞ্জে অনেক গরীব দুঃস্থ মানুষ বসবাস করে তারা বাইরে গিয়ে পয়সা দিয়ে চক্ষু পরীক্ষা করানো কিংবা চক্ষু অপারেশনের অর্থ যোগান দিতে পারেননা সেই কারণেই গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে আমরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ ঔষধ ও অত্যন্ত দুঃস্থ মানুষদের চশমা বিতরণ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *