ফ্যানহীন স্কুল

নিউজ ডেস্ক, শিলিগুড়ি:দীর্ঘদিন ধরে বেহাল বারোমাসিয়া হাই স্কুল। প্রচন্ড রোদে ঘরে ফ্যান নেই। শ্রেণী কক্ষের বিভিন্ন দরজা জানালা ভেঙ্গে রয়েছে। মেয়েদের টয়লেট থাকলেও সেটা যাবার অযোগ্য। ক্লাসরুম দীর্ঘদিন ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। ফলে সমস্যা র শিকার হচ্ছেন ছাত্রছাত্রীরা।এই অভিযোগ জানিয়ে প্রধান শিক্ষক কে ছাত্র ছাত্রী রা অভিযোগ জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ।ছাত্র-ছাত্রীরা জানান আগে বিদ্যালয়ের সমস্ত ক্লাসে ফ্যান ছিল , কিন্তু স্কুলে ফ্যান থাকেনা ফ্যান শুধু নয় স্কুলের গেট থেকে শুরু করে স্কুলের ওয়াল ও ভেঙ্গে ফেলে দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে চুরি হয়ে যায় স্কুলে র যাবতীয় জিনিসপত্র।তারা জানান রাতের অন্ধকারে দুষ্কৃতীদের আনাগোনা বারে স্কুল চত্বরে। অনেকেই নেশা করেন । ছাত্র-ছাত্রীদের দাবি অবিলম্বে বিদ্যালয়ের সমস্ত ঘরে ফ্যান লাগানো হোক, তার পাশাপাশি শ্রেণিকক্ষ বাথরুম সারাই করা হোক,এবং স্কুলে নাইট গার্ডের ব্যবস্থা করা হোক।এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাওয়া না গেলে ওই স্কুলের শিক্ষক মোস্তাফিজার রহমান বলেন – এই স্কুলে কোন কিছুই থাকে না চুরি হয়ে যায়, এর আগে ফ্যান লাগানো হয়েছিল কিন্তু ফ্যান থাকেনা রাতের অন্ধকারে কে বা কাহারা চুরি করে নিয়ে যায়,তার পাশাপাশি বিদ্যালয় এর বিভিন্ন দিকে ভাঙচুর করে । বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে বহুবার অভিযোগ জানানো হয়েছে প্রশাসন ও পরিচালন কমিটিকে, কিন্তু পরিচালন কমিটি এই বিষয়ে কর্ণপাত করেননি। ছাত্র-ছাত্রীদের অভিযোগ খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *