ক্রান্তিতে বনমহোৎসব

রাজাডাঙ্গা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ পালিত হল বনমহোৎসব ক্রান্তি দেবী ঝড়া হাই স্কুলে । সংগঠনের পক্ষ থেকে আবু কালাম আজাদ বলেন গোটা বিশ্বে যেভাবে খনিজ সম্পদের লোভে অরণ্য ধ্বংস হতে চলছে । উন্নয়নের স্বার্থে শিল্প কারখানা এবং রাস্তা নির্মাণের জন্য যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে সেভাবে তো আর গাছ লাগানো হচ্ছে না, পরিবেশকে সুস্থ রাখার জন্য গাছ যে লাগাতেই হবে এবং বনভূমি ও বন সংরক্ষণ করতেই হবে সেই উদ্যোগ নিয়েই আমরা সারা বছর ধরে ভিন্ন ভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গাছ লাগাও প্রাণ বাঁচাও সচেতনতামূলক প্রচার করে থাকি। গত ১৪ জুলাই থেকে চলছে অরণ্য সপ্তাহ, (বনমহোৎসব )সারা সপ্তাহ ধরে আমরা বিভিন্ন এলাকার স্কুল, ক্লাবে গিয়ে মানুষের হাতে চারাগাছ তুলে দিয়ে বন মহোৎসব পালন করে আসছি। আজকে ক্রান্তি এলাকার দেবীঝোরা হাইস্কুলে এই উৎসব পালন করা হয়, শিক্ষক মহাশয় এবং ছাত্র-ছাত্রীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। আমরা কেন গাছ লাগাব সেই বিষয়ে আলোচনা করে বনমহোৎসব পালন করা হয় । উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী এবং সংগীত শিল্পী শুভঙ্কর চক্রবর্তী, আফালচান্দ রেঞ্জের বন সাথী রামমোহন চৌধুরী, এবং মালহাটি ফরেস্টের বিট অফিসার প্রমূখ। ছাত্র-ছাত্রীরা গাছের চারা পেয়ে সকলেই খুবই আনন্দিত।

ক্রান্তি থেকে এমডি রাসেলের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *