মধু বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন যশোডাঙ্গায় জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা

দেবাশীষ রায়, আলিপুরদুয়ার, ৩০ জুলাইঃ মধু বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। আলিপুরদুয়ার ২ নং ব্লকের যশোডাঙ্গা ব্লক ক্যাম্পাসে কর্মতীর্থ ভবনে মধু বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হল এদিন। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার তুরতুরি গ্রাম পঞ্চায়েতের অধীন নুরপুর এবং শামুকতলা এলাকায় মৌমাছি চাষ শুরু করেছেন আদিবাসী এলাকার মহিলারা । একদিকে মৌমাছি চাষ করে মধু উৎপন্ন হবে অন্যদিকে মৌমাছির চাষের দরুন হাতির হাত থেকে ফসল রক্ষা হবে । মৌমাছির গুনগুন শব্দে হাতি এলাকায় আসে না এমনটাই বলছেন মৌমাছির বিশেষজ্ঞগণ। ইতিমধ্যেই জেলা প্রশাসন কয়েক লক্ষ টাকার মৌমাছি কিনে এনেছেন মালদা থেকে। শুরু হয়েছে মধু উৎপন্ন এবং উৎপন্নকৃত মধু বিক্রয় হবে আলিপুরদুয়ার ২ ব্লকের যশোডাঙ্গা কর্মতীর্থ ভবনে । তাছাড়া আলিপুরদুয়ার ২ নং ব্লকের মধু বাজারজাত করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি গ্রহণ করছেন প্রশাসনিক কর্তারা। ‌ জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে মধু বিক্রয় কেন্দ্রের ঘরের চাবি তুলে দেন এদিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ মৌমাছি চাষে আগ্রহী সদানন্দ চক্রবর্তী ও অন্যান্য আধিকারিকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *