বিভিন্ন দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ

কলেজের ছাত্রছাত্রীদের কাছ থেকে ভর্তির অতিরিক্ত ফি নেওয়া বন্ধ করার দাবিতে হলদিবাড়ি শহরের প্রধান রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ছাত্র ইউনিটি হলদিবাড়ি । ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে কোচবিহার জেলার হলদিবাড়ি শহরের রেলগেট সংলগ্ন প্রধান রাজ্য সড়কে । ঘটনার খবর পেয়ে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ । দীর্ঘ প্রায় ৩৫ মিনিট ধরে চলে পথ অবরোধ । সংগঠনের সদস্যরা জানান – হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নানা রকম অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে । অতিরিক্ত ভর্তির ফি কমানোর দাবিতে ক্রমাগত আন্দোলন করে যাচ্ছেন তারা । কলেজের প্রিন্সিপালকে ডেপুটেশন ও বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছেন তারা । কিন্তু কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেন নি । তাই শুক্রবার দুপুরে প্রথমে প্রায় দুইশত ছাত্রছাত্রী কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হয় । প্রিন্সিপাল এই ব্যাপারে কোনরকম আশ্বাস দেয়নি বলে । পরবর্তীতে তারা রেলগেট সংলগ্ন প্রধান রাজ্য সড়ক অবরোধ করে । সমস্যা সমাধান না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে শামিল হবে তারা ।

হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *