জেলাজুড়ে জন্মদিন পালন করল বাম

নিউজ ডেস্ক, জলপাইগুড়ি:স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা কমরেড মুজাফফর আহমেদ কাকাবাবুর ১৩৪ তম জন্ম দিবস পালিত হল জলপাইগুড়ি জেলা জুড়ে। সমস্ত এরিয়া দপ্তর শাখা এলাকা ও ট্রেড ইউনিয়নের বিভিন্ন শাখায় শ্রদ্ধার সাথে পালিত হয় কাকাবাবুর জন্ম দিবস। জলপাইগুড়ি সদর পূর্ব এরিয়া দপ্তরের সকাল ৯টা৩০এ পতাকা উত্তোলন করেন পার্টির বর্ষীয়ান নেতৃত্ব গিরীন্দ্রনাথ ঝা, উপস্থিত সকলে কাকাবাবুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর কাকাবাবু ও ভারতের স্বাধীনতা আন্দোলনে সেই সময়কার বামপন্থী বিপ্লবীদের ভূমিকা তুলে ধরেন পার্টি নেতৃত্ব শক্তি গোস্বামী, পার্টির এরিয়া সম্পাদক বিপুল সান্যাল। শহরের অপর এরিয়া দপ্তর সদর-পশ্চিম এরিয়া অফিসে পতাকা উত্তোলন করেন প্রাক্তন জোনাল সম্পাদক সুভাষ দেব, উপস্থিত সকলের কাকাবাবুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।কাকাবাবুর জীবন ও তৎকালীন স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের ভূমিকা প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন পার্টির সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক তপন গাঙ্গুলী। উভয় এরিয়া কমিটির প্রতিটি শাখায় কাকাবাবুর ১৩৪তম জন্ম দিবসকে সামনে রেখে গণশক্তি বিক্রয় অভিযান সংঘটিত হয়। সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা কার্যালয় সুবোধ সেন ভবনে কাকাবাবুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পার্টির জেলা সম্পাদক সলিল আচার্য, পার্টির রাজ্যসম্পাদক মন্ডলীর সদস্য জিয়াউল আলম, জেলা কমিটির সদস্য বিপ্লব ঝা, প্রভাকর সরকার, জেলা অফিস শাখার পক্ষে সম্পাদক তাপস ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা পার্টি কার্যালয়ে কাকাবাবুর জীবন ও স্বাধীনতার সংগ্রামে বামপন্থীদের ভূমিকা ও বিজেপি শাসিত বর্তমান ভারতবর্ষে কাকাবাবুর জন্ম দিবস পালনের তাৎপর্য তুলে ধরেন পার্টির জেলা কমিটির নেতৃত্ব বিপ্লব ঝা, পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জিয়াউল আলম তার বক্তব্যে তুলে ধরেন অগ্নিযুগের বিপ্লবীদের সাথে কমরেড মোজাফফর আহমেদের একাত্মতা মিরাট ষড়যন্ত্র মামলা,লাহোর ষড়যন্ত্র মামলা সহ বেশ কিছু ব্রিটিশ পুলিশের ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলায় কোন আইনজীবী নিযুক্ত না করে কমিউনিস্টদের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মোজাফফর আহমেদ সহ অন্যান্য সকলের নিজেদের সওয়াল জবাবের ইতিহাস। পার্টির জেলা সম্পাদক সলিল আচার্য তার বক্তব্যে তুলে ধরেন কমরেড মুজাফফর আহমেদের সাথে
কাজী নজরুল ইসলামের সখ্যতা ও নজরুলের বিদ্রোহী কবিতা সারারাত ভরে লেখার পর কমরেড মোজাফফর আহমেদকে প্রথম সেই কবিতা শোনানোর ঘটনা বর্ণনা করে তিনি বলেন আজকের দিনে কেন্দ্রের শাসক দল যাদের স্বাধীনতা আন্দোলনে কোন ভূমিকা নেই তারা বামপন্থীদের এমনকি অগ্নিযুগের বিপ্লবীদের ও সন্ত্রাসবাদী আখ্যা দিতে চাইছে এর বিরুদ্ধে পার্টি সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে আগামী ১৫ ই আগস্ট দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পর্যন্ত উদযাপন পর্যন্ত ভারতের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্ট ও বামপন্থীদের ভূমিকা প্রসঙ্গে কমরেড মুজফফর আহমেদের লেখা “আমার জীবন ও কমিউনিস্ট পার্টি” বইটি ও এই বিষয়ের উপর প্রকাশিত অন্যান্য বইগুলি অধ্যায়ন করে মানুষের মাঝে স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকার ইতিহাস তুলে ধরতে হবে।

ছবি

জলপাইগুড়ি জেলা জুড়ে পালিত হল স্বাধীনতা সংগ্রামী কমিউনিস্ট আন্দোলনের পুরোধা কমরেড মুজাফফর আহমেদের ১৩৪ তম জন্মদিবস।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *