ছেঁড়া জুতা পরে রাজ্য এথলেটিকে চ্যাম্পিয়ন আবিজল ইসলাম, খুশি শিক্ষক শিক্ষিকা গণ

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ৭ আগস্ট :- যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল ৭০ তম বিদ্যালয় ভিত্তিক রাজ্য এথলেটিক মিট ২০২২। সেই ক্রীড়ায় অংশ গ্রহণ করে মাথাভাঙ্গা ২ ব্লকের আট পুকুরি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবিজুল ইসলাম এবং অলীক রায়। সেই খেলায় দরিদ্র ঘরের ছেলে আজীবুল ছেড়া জুতা পরে অনূর্ধ ১৮ বালক বিভাগে শট পট গেমে ১৪.১ মিটার থ্রো করে রাজ্য চ্যাম্পিয়ন হয়ে স্বর্ন পদক লাভ করে। পাশাপাশি অলীক রায় অনুর্ধ ১৬ বালক বিভাগে হাই জাম্প এ দ্বিতীয় হয়ে রৌপ্য পদক লাভ করে । রবি বার কলকাতা থেকে বাড়ী ফেরার পথে মাথাভাঙ্গা স্টেশনে পুষ্প স্তবক দিয়ে অভ্যর্থনা জ্ঞাপন করেন বিদ্যালয়ের শিক্ষক কাওছার আলম, শিক্ষা কর্মী প্রলয় বর্মন, মদন বর্মন সহ অন্যান্যরা। এ বিষয়ে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অনুকূল অধিকারী বলেন, প্রতিবছর বিদ্যালয় ভিত্তিক জেলা, রাজ্য এবং জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় । এ বছর আমাদের বিদ্যালয়ের একদম দরিদ্র ঘরের ছেলে একাদশ শ্রেণীর ছাত্র অবিজুল ইসলাম যে ছেড়া জুতা পরে রাজ্য স্তরের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে। ছেঁড়া জুতা বলছি এ কারণে আবিজুলের বাবা একজন দরিদ্র পরিবারের মানুষ সংসারের হাল ফেরাতে ভিন রাজ্যে কাজ করেন বাড়িতে খুব অভাব তাই আমাদের মাঠে খালি পায়ে প্র্যাকটিস করলেও রাজ্য স্তরে জুতা পড়তে হয়। জুতা কেনার সামর্থ্য নেই তাই তার পুরনো ছেড়া জুতা পরে খেলায় অংশ নেয় এবং চ্যাম্পিয়ন হয়। যদি ছেলেটি সরকারি বা বেসরকারি কোন সাহায্য পেত তাহলে এথলেটিকে অনেকদূর যেতে পারত। সামনেই জাতীয় স্তরের খেলা এখন প্রচুর প্র্যাকটিস দরকার অজিবুলের। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক কাওছার আলম বলেন, ডাউয়া গুড়ি গ্রামের অতি দরিদ্র পরিবারের ছেলে কখনো কখনো বিদ্যালয় ড্রপ দিয়ে দিন মজুরিও করে আবিজুল। আমরাও ব্যক্তিগত ভাবে চেষ্টা করছি তবে সরকারি ভাবে সাহায্য পেলে অনেকদূর যেতে পারবে আজিবুল। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্কর দে বলেন, আমরা ভীষণ খুশি আজিবুল আমাদের মান রেখেছে। তবে শুধু আবিজুল নয় কিছু দিন আগে চন্দন নগরে অনুষ্ঠিত রাজ্য এথলেটিক মিটে তাপসী দেব সিংহ রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিলেন। আজিবুল এবং তাপসী দুই জনেই বিদায়ালয়ের হয়ে জাতীয় স্তরে পাটনায় খেলতে যাবে আগামী ১০ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *