সর্প রাখি পরিয়ে সচেতনতা বাড়াতে আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার বিশেষ উদ্যোগ

দেবাশীষ রায়, আলিপুরদুয়ার, ১১ আগস্টঃ আলিপুরদুয়ার বিজ্ঞান যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে এক বিশেষ ধরনের রাখি বানানো হয়েছে। রাখি গুলির মধ্যে ফুটেয়ে তোলা হয়েছে সাপের কামড়ের বিভিন্ন সচেতনতার ছবি, যেমন সাপে কামড় দিলে দ্রুত হসপিটালে যাওয়ার জন্য বাইকের ব্যবহার, সাপে কামড়ে একমাত্র চিকিৎসা হসপিটালে, সেখানে পাওয়া যায় এভিএস, তার সাথে সাপ এবং এভিএস এর ছবি। এই রাখি গুলি এদিন আলিপুরদুয়ার চৌপতি এবং জনবসতি এলাকায় মানুষকে পড়িয়ে সচেতন করা হয় এদিন। আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা জানিয়েছে ভারতবর্ষে প্রায় ৬০০০০ লোক সাপে কামড়ে মারা যায়, বেসরকারি হিসেবে এটি কয়েক গুন, গ্রামগঞ্জে বেশিরভাগ দেখা যায় সাপে কামড় দিলে ওঝা গুনিনের কাছে যায়। আমরা চাই সাপে কামড় দিলে সরাসরি হসপিটালে যায় যেন মানুষ । সেখানেই একমাত্র ওষুধ পাওয়া যায়। সংস্থার সম্পাদক কৌশিক দে বলেন সাপে কামড়ে আর মৃত্যু নয় বাস্তবায়নে আমরা সারা বছর বিভিন্নভাবে প্রচার করে থাকি। আমরা চাই সাপে কামড়কে জাতীয় স্বাস্থ্য মিশনে অন্তর্ভুক্ত করা হোক, সাথে সাথে সাপকে অবলুপ্তির হাত থেকে বাঁচানো আমাদের কাজ। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক অফিসার জাকির আলী, বিশিষ্ট নৃত্য শিল্পী দেবজয়া সরকার ও সংস্থার সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *