চাঁচল পুলিশের পক্ষ থেকে পালিত হল রাখী বন্ধন উৎসব

চাঁচলঃ১২ আগষ্ট

সমাজের মূল স্রোতে ফিরার জন্য চার দেওয়ালেরবিতরে চলছে একদল যুবকদের সংগ্রাম।উৎসব থেকে অনুষ্ঠান সবকিছুকে দূরে সরিয়ে চলছে অদম্য লড়াই।রাতের শেষে ভোর।এই আশা নিয়েই নিজেরা স্ব-ইচ্ছায় বন্দি রয়েছে নিশামুক্তি কেন্দ্রে।সমাজে আসতে আসতে মূল স্রোতে ফিরে আসা যুবকদের নিয়ে রাখী বন্ধন উৎসব পালন করলো উর্দিধারীরা।শুক্রবার মালদহের চাঁচল থানা পুলিশের পক্ষ থেকে ভাকরীতে অবস্থিত নেশামুক্তি কেন্দ্রে গিয়ে যুবকদের হায়ে রাখী বাঁধলো মহিলা পুলিশ কর্মীরা।এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন চাঁচল থানার আই.সি পুর্ণেন্দু কুন্ডু সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
রাখী পড়ানোর পাশাপাশি চকলেট ও মিষ্টি দিয়ে যুবকদের মুখ মিষ্ট করানো হয়।এদিন পুলিশ কর্মীরা আচমকা হোমে প্রবেশ করতেই যুবকরা হতভম্বিত হলেও পরে পুলিশের কর্মকান্ডে বেজায় খুশি হয় যুবকরা।

শুধু তাই নয়,এদিন চাঁচল নেতাজি মোড়ে পথ চলতি মানুষের হাতে রাখী পড়াতে ব্যস্ততা দেখা যায় পুলিশ কর্মীদের।বাস,লরি,নিশ্চয়যান,টোটো চালকদেরও হাতে রাখী বাঁধেন পুলিশ কর্মীরা।

উল্লেখ্য,রাখী অর্থাৎ রক্ষাবন্ধন উৎসব জনপ্রিয়তা লাভ করে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে।বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ঐক্য সম্প্রীতির প্রতীক হিসেবে রবি ঠাকুর সকলের হায়ে তুলোর রাখী বেঁধে দেন।সেই থেকে প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই রাখী বন্ধন উৎসব পালিত হয়।এবছর দুই দিন আনন্দময় এই রাখী উৎসব পড়েছে।এই উৎসবকে ঘিরে দুইদিন গৃহাঙ্গন থেকে শুরু করে কর্মস্থল সহ সর্বত্রই এই রাখী উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।শুক্রবার চাঁচলেও পুলিশ কর্মীদের পক্ষ থেকে এই রাখী বন্ধন উৎসব যথাযথ ভাবে পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *