কেন্দ্রীয় এজেন্সি গুলির নিরপেক্ষতার দাবি তুলে জাতীয় সড়ক অবরোধ তৃণমূল ছাত্র পরিষদের

চাঁচল:১২ আগষ্ট

সীমান্তের কাটাতারের এপারে কেন্দ্রীয় সেনা বাহিনীর প্রহর চলে দিবারাত্র।কিভাবে অবৈধভাবে গরু পাচার হচ্ছিল কাটাতার দিয়ে।সেই প্রশ্ন তুলে সরব হল তৃণমূল ছাত্র পরিষদ।পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ।শুক্রবার মালদহের চাঁচল নেতাজি মোড়ের ঘটনা।গরু পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল বীরভুম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডলকে তার বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই।
গ্রেফতারের পর বিজেপি যখন আনন্দ উল্লাসে মাতছে।তখন সেই মুহুর্তে সীমান্তবর্তী কাটাতারের বেরায় নিরাপত্তার প্রশ্ন তুলে
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর গ্রেফতারের দাবিতে সরব হোন চাঁচলে টিএমসিপি নেতা কর্মীরা।তারা এদিন চাঁচলে বিক্ষোভ মিছিলের পাশাপাশি প্রায় এক ঘন্টা ধরে ৮১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ অবরোধ তুলে নেন তারা।
বিক্ষোভে নেতৃত্ব দেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার।

পাল্টা বক্তব্যে বিজেপি চাঁচলের বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন,গরু পাচার কান্ডে একজন বিএসএফ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে।সিবিআই তদন্ত চলছে।যারা যারা যুক্ত হচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছে।যথাযথ ভাবে তৃণমূলের নেতা মন্ত্রীরা এর সাথে জড়িত রয়েছে।টিএমসিপি কর্মীরা অস্তিত্ব হারিয়ে পথে নেমে নাটক করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *