মনসা প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে

অপু দেবনাথ , হলদিবাড়ি

.কথায় বলে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ ৷ এরমধ্যে মনসা পূজা,বিশ্বকর্মা পূজা এবং দূর্গাপূজা অন্যতম ৷ এখন থেকেই পুরোদমে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি ৷ সামনেই মা মনসা পূজা ৷ তারপর বিশ্বকর্মা ৷ তারপর শুরু দূর্গা পূজা ৷ উল্লেখ্য, হলদিবাড়ির বিভিন্ন জায়গায় কুমোরটুলিতে মৃৎশিল্পীরা পুরোদমে ব্যস্ত প্রতিমা তৈরীর কাজে ৷ একদিকে মা মনসা পূজা, বিশ্বকর্মা পূজা,অন্যদিকে দূর্গাপূজা ৷ প্রসঙ্গত, চলতি মাসের ১৭ তারিখে মনসা পূজা তার আগেই কোচবিহার জেলার হলদিবাড়ির কুমোরটুলি গুলিতে মৃৎশিল্পীরা রাতদিন এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত । এখন শুধুই ব্যস্ততা কুমোরটুলিতে । জোর কদমে চলছে তারই প্রস্তুতি । যার দরুন সম্পূর্ন ভাবে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা ৷ গত দুবছর আগে করোনার অতিমারির দরুন পূজা পার্বন অনেক কম হওয়ার কারনে মৃৎশিল্পীদের প্রতিমার ব্যবসা হয়নি ৷ ওই সময় তাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৷ সেই ক্ষতি তুলে আনার জন্য এবার মৃৎশিল্পীরা অন্যান্য বছর তুলনায় বেশি প্রতিমা তৈরীর কাজে হাত দেন ৷ এই বিষয়ে কোচবিহার জেলার হলদিবাড়ির মৃৎশিল্পী বাবু পাল জানান, “এবার মা মনসার প্রতিমা তৈরী করেছি ৫০টি, বিশ্বকর্মা ২০০টি ও এখনও পর্যন্ত দূর্গা প্রতিমা তৈরী চলছে প্রায় ৩২ টির মতন । বাকি প্রতিমা গুলি বায়না হবে বলে আশা ব্যক্ত করেন তিনি । মনসা প্রতিমা, বিশ্বকর্মা প্রতিমা ও দূর্গা প্রতিমা তৈরির কাজে উনার ১৬ জন কর্মচারী সকাল বিকাল কাজে লিপ্ত ৷ এবিষয়ে মৃৎশিল্পী বাবু পাল আরও জানান, “তিনি বলেন, এবছর পূজার সংখ্যা বাড়বে বলেই তাদের ধারণা ৷ সেই প্রত্যাশা নিয়েই অন্যান্য বছরের তুলনায় এবছর মূর্তি তৈরীর কাজ চলেছে দ্রুতগতিতে ৷ শ্রাবণ মাস শুরু হওয়ার সাথে সাথেই কোচবিহার জেলার হলদিবাড়ির বিভিন্ন গ্রাম শহরে বাঙালির ঘরে ঘরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে মনসামঙ্গল পুথি পড়ার ধুম ৷ সারা মাসব্যাপী চলে এই পুথি পড়ার প্রক্রিয়া ৷ চলতি মাসের ১৭ তারিখে দেবী মনসার পূজা সম্পূর্ণ করার মধ্য দিয়েই শেষ হবে এই পুথি পড়ার কাজ ৷ তবে বলাই বাহুল্য, মনসা পূজার আগে মনসা প্রতিমা তৈরিতে ব্যস্ত হলদিবাড়ির বিভিন্ন জায়গার মৃৎশিল্পীরা , প্রতিমা তৈরীর ব্যস্ততা চলছে জোর কদমে কুমোরটুলিতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *