দুটি শিবিরের শুভ সূচনা করেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত করিমূল হক

নিউজ ডেস্ক,ডুয়ার্স: এক বছর আগে মৃত্যু হয়েছিল স্ত্রীর। আর স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এক ব্যবসায়ী অভিনব উদ্যোগ নিলেন। শেখ জিয়াউর রহমান নামে ঐ ব্যবসায়ীর উদ্যোগে এবং একমি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ডুয়ার্সের প্রত্যন্ত চা বলয়ে ৫০ টাকায় বিশিষ্ট ডাক্তারের পরামর্শ এবং ১০ টাকার বিনিময়ে খিচুড়ি পরিষেবা শুরু হলো। নাম দেওয়া হয়েছে অন্তরা। রবিবার বাতাবাড়িতে এই দুটি শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন পদ্মশ্রী করিমূল হক।

মূলত চা বলয়ের শ্রমিক ও এখানকার সাধারণ মানুষের সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেননা এখানকার বাসিন্দাদের চিকিৎসার জন্য বেশ কিছুটা দূরে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল ও মঙ্গলবাড়ি যেতে হয়। কিন্তু এখান থেকে সেখানে যেতে যেমন খরচ বেশি হয় তেমনি সময়ও লাগে বেশি। যেকারণে এখানে কম খরচে যেমন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পাওয়া যাবে ঠিক তেমনি সময়ও লাগবে কম। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।পাশাপাশি এখান থেকে ন্যায্যমূলে ঔষধ দেওয়াও হবে। এরফলে এখানকার বাসিন্দাদের সুবিধা হবে। প্রথম দিনে এলাকার বেশ কিছু মানুষ ডাক্তার দেখাতে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *