মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে বার্ন ইউনিটের উদ্বোধন

মালবাজার ,১৮ অগাস্ট: মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চার শয্যার বার্ন ইউনিটের উদ্বোধন হল। জনস্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডা: সুশান্ত রায় ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে ইউনিটটির উদ্বোধন করেন। আপাতত শীততাপ নিয়ন্ত্রিত ইউনিটে পৃথকভাবে দুটি পুরুষ এবং দুটি মহিলার শয্যা থাকছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার করে হাসপাতালে পি এম আর (পেইন ম্যানেজমেন্ট এন্ড রিলিফ ক্লিনিক) পরিষেবাও চালু করে দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক ,নার্স সহ স্বাস্থ্যকর্মীদের শূন্য পদ পূরণের ক্ষেত্রেও আশ্বাস দেওয়া হয়েছে।

মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ৩০০ টি বেড রয়েছে। এতদিন পর্যন্ত পৃথকভাবে অগ্নিদগ্ধ রোগীদের রাখার ব্যবস্থা ছিল না। অতি জরুরী আপৎকালীন প্রয়োজনে সাধারণত অন্তর বিভাগের সাধারণ রোগীদের পাশেই বেড়ে অগ্নি দগ্ধ রোগীদের রাখা হত। মশারি টাঙিয়ে এ ধরনের রোগীদের প্রাথমিক পরিষেবা দেওয়া হত। এতে রোগীদের সংক্রমণের আশঙ্কা রয়েই যেত এবার সুপার স্পেশালিটি হাসপাতালের বর্তমান পরিকাঠামো ব্যবহার করে বার্ন ইউনিট চালু করা হয়েছে। হাসপাতালের দ্বিতলে শীততাপ নিয়ন্ত্রিত একটি অংশ ব্যবহার করে চার শয্যার ইউনিটটি চালু করা হয় । পাশেই নার্সিং স্টাফদেরও থাকার স্থান রয়েছে। আপাতত এই ইউনিটে দুজন মহিলা এবং দুজন পুরুষ রোগী রাখার ব্যবস্থা করা হয়েছে। পৃথক শৌচাগারও আছে। রোগীদের সাময়িক দেখভালের জন্য একজন করে পরিজন বসার স্থান করা হয়েছে। বুধবার বিকেলে ইউনিটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। অনাড়ম্বর অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডা: সুশান্ত রায়, জলপাইগুড়ি জেলা ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: জ্যোতিষ চন্দ্র দাস, মালবাজার সুপার স্পেশালিটি এবং মহকুমা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: প্রিয়াংকু জানা, জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: সুরজিৎ সেন প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ডা: সুশান্ত রায় সংবাদ মাধ্যমে কাছে বলেন, মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে বার্ন ইউনিট চালুর চেষ্টা করা হচ্ছিল। অনেক ক্ষেত্রে এই হাসপাতালের উপর দূর দূরান্তের রোগী নির্ভর করেন। অনেক ক্ষেত্রে অগ্নি দগ্ধ রোগীরাও আসেন । এখন তাদের চিকিৎসা পরিষেবা প্রদানে সুবিধা হবে। হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মীদের শূন্যপদ পূরণের বিষয়ে সুশান্ত বাবুর বক্তব্য, ইতিমধ্যে হাসপাতালে বেশ কয়েকজন নার্সকে নিয়োগ করা হয়েছে আমরা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন মহল থেকে জানতে পেরেছি শীঘ্রই রাজ্যে চিকিৎসকদের নিয়োগের প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালেও চিকিৎসকেরাও যোগ দেবেন। সমস্ত ক্ষেত্রেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিন স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক ,স্বাস্থ্যকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য আধিকারিকেরা হাসপাতালের পরিকাঠামোর আরও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। মালবাজার সুপার স্পেশালিটি এবং মহকুমা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: প্রিয়াঙ্কু জানা বলেন, আমরা ইতিমধ্যে সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতি সোমবার সোমবার (পেইন ম্যানেজমেন্ট এন্ড রিলিফ) পিএমআর ক্লিনিক চালু করেছি। রোগীরা পরিষেবা পাচ্ছেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর ডা: সুশান্ত রায় হাসপাতালের সুপারিনটেনডেন্ট এর কক্ষে আভ্যন্তরীণ বৈঠকও করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *