দধি কাদো খেলা

উত্তরবঙ্গের সাথে ইসলামপুর মহকুমা জুড়ে শনিবার জমে উঠেছে জন্মাষ্টমী দধি কাদো ( কাদ ) খেলা ।শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরদিন গোকুল নগরে মেতে উঠে যাকে বলা হয় নন্দ উৎসব । কিন্তু, যেহেতু ওই খেলা হয় দধি ( দই )দুগ্ধ ঘৃত ননির ছড়া ছড়িতে । তাই দধি দিয়ে মাটিতে কাদো হয়ে গেছিল । তাই ওই খেলাকে দধি কাদো বা কাদ খেলা নামেই প্রচলিত । বিশেষ করে উত্তর বঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মানুষের কাছে এই খেলা আজ নিষ্ঠার সঙ্গে পালিত হয় ।উত্তর দিনাজপুর জেলার করণ দিঘির বিধায়ক গৌতম পাল এর বাড়িতে , এবং চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলে জমে ওঠে এই দধি কাদো খেলা ।

উত্তর দিনাজপুর থেকে , সুবল গোপ এর রিপোর্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *