বার বার বিক্ষোভ সহ পথ অবরোধ করে মেলেনি পরিকাঠামো উন্নয়ন তার জেরেই ফের পথে নামলো স্কুলের ছাত্রছাত্রীরা

নিউজ ডেস্ক,হাবিবপুর-হবিবপুর সামু হেমরম উচ্চ বিদ্যালয় পরিকাঠামো বেহাল অবস্থা বিরুদ্ধে আবারো বিক্ষোভ পথে ছাত্র-ছাত্রীরা,

বিদ্যালয়ের উন্নতির সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা, প্রধান শিক্ষকে বার বার অভিযোগ জানিও কোন কাজ না হওয়ায় আবারো পথে নামলো ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের অভিযোগ এতোবার জানিও কোন কাজ হয়নি বিদ্যালয় পরিকাঠামো পরিবর্তন।

উল্লেখ্য ওই বিদ্যালয়ের পরিকাঠামো ঠিক না থাকায় আবারো বিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ করে, প্রধান শিক্ষকের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এমনকি প্রধান শিক্ষকের ঘরে তালা বন্ধ করে আটকে রাখে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। জানা যায় তাদের দাবী বিদ্যালয়ের বাথরুম থেকে শুরু করে বিদ্যুৎ,পানীয় জলের ব্যবস্থা বেহাল অবস্থা এখনো ঠিক হয়নি বলে অভিযোগ স্কুলের ভেতরে মাঠ সহ মিড ডে মিলের বসে খাবার খাওয়ার যায়গা ঠিক , নেই এমনকি সাইকেল ঘর নেই এমনটাই অভিযোগ ছাত্র ছাত্রীদের ,এবিষয়ে প্রধান শিক্ষক অর্নব কুমার সরকারকে ক্যামেরায় ধরা হলে তিনি বলেন এখন কাজ চলছে সময় লাগবে আস্তে আস্তে সব কাজ সম্পন্ন করা হবে তিনি বলেন সরকারি না মেলায় নিজের তহবিল থেকে অর্থ খরচ করে কাজ শুরু করেছেন প্রধান শিক্ষক। এই নিয়ে ছাত্র ছাত্রীদের অভিযোগ বছরে এত টাকা কোথায় যাচ্ছে।৪৫০ টাকা করে নেওয়া হচ্ছে ভর্তি ফ্রি সে টাকা কোথায় যাচ্ছে এত টাকা কোথায় যাচ্ছে কি করে সরকারি তব থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ তুলেছে ছাত্রছাত্রীরা
তাদের দাবি স্কুলের বাথরুম সপ্তাহে দুদিন পরিস্কার করতে হবে,সেখনে একদিন করাহয়, পর্যাপ্ত পরিমাণের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে, বিদ্যালয় উপযুক্ত আলো ও ফ্যানের ব্যবস্থা করতে হবে,সাইকেল ঘর সহ নানান দাবি দাওয়া নিয়ে এদিন দুপুরে ছাত্রছাত্রীরা অভিযোগপত্র নিয়ে ওই বিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *