অবস্থান এবং ডেপুটেশন কর্মসূচি

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী পেনশনার্স সমিতির আহ্বানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ, মূল্যবৃদ্ধির ক্ষতি পূরণ স্বরূপ বকেয়া ৩১%মহার্ঘ রিলিফ প্রদান, জেলার সকল নার্সিং হোম গুলিকে পশ্চিম বঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত করা, প্রশাসনের অভ্যন্তরে সমস্ত শূন্য পদে বেকার যুবক যুবতী দের সচ্ছতার সাথে নিয়োগ, সর্বস্তরে ষাটোর্ধ্ব মানুষ দের জন্য পেনশন পেনশন প্রদানের ব্যবস্থা, গনতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করা সহ ৯ দাবিতে জলপাইগুড়ি জেলার সকল জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান ও ডেপুটেশনের কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে দাবি প্রস্তাব ব্যখ্যা করে বক্তব্য রাখেন কাজল রায় চৌধুরী, গৌরাঙ্গ রায়, সুভাষ বিশ্বাস, প্রভৃতি জেলা নেতৃত্বগন।এছাড়া রাজ্য কো-অর্ডিনেশন কমিটির জেলা নেতৃত্ব ও আলোচনা করেন। বৃহস্পতিবার ৪ ঘন্টা ধরে চলা গন অবস্থান ও জেলা শাসকের নিকট ডেপুটেশন কর্মসূচিতে জেলা জুড়ে পেনশনার সমিতির পক্ষ থেকে জেলার সমস্ত পেনশনাদের নিয়ে সংগঠিত এই বিক্ষোভ আন্দোলনের অংশগ্রহণ করছেন জেলার বিভিন্ন অংশ থেকে আগত নেতৃবৃন্দ বলে জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনারস সমিতির জেলা সম্পাদক গৌরাঙ্গ রায়।

জলপাইগুড়ি থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *