সরিয়ে দিল খোলাখাবারের দোকান

নিউজ ডেস্ক,মালদা , ৮ সেপ্টেম্বর: স্বাস্থ্য দপ্তর এবং মেডিকেল কলেজের উদ্যোগে হাসপাতাল চত্বর থেকে সরিয়ে দেওয়া হলো অসংখ্য খোলাখাবারের দোকান। বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনীর সহযোগিতা নিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়। দীর্ঘদিন ধরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অসংখ্য বিভিন্ন ধরনের তেলেভাজা , ফল থেকে শুরু করে নানান ধরনের খাবার খোলা রেখে বিক্রি করার অভিযোগ উঠেছিল। সস্তায় এই খোলা খাবার খেতে গিয়ে মেডিকেল কলেজে আসা রোগীর আত্মীয়দের অনেকেই পেটের অসুখে আক্রান্ত হচ্ছিলেন বলেও অভিযোগ। সমস্ত পরিস্থিতির দিকে নজর রেখেই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার রাস্তার উপর খোলা খাবারের দোকান উঠানোর প্রয়োজনীয় উদ্যোগ নেই।
মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে , এই এলাকাতে এমনিতে পাকা দোকান ঘরে অনেক ফাস্টফুড ও নানান ধরনের খাবারের দোকান রয়েছে। সেখানে রোগীর আত্মীয়েরা গিয়ে অনায়াসে খেতে পারেন। এর বাইরে মেডিকেল কলেজ চত্বর জুড়ে ঠেলাগাড়ি, কাঠের টেবিল লাগিয়ে প্রচুর নানান ধরনের খাবারের দোকান বসিয়ে ব্যবসা চলছিল। খোলা পরিবেশে খাবার বিক্রি করা হচ্ছিল। সেইসব খাবারের কারণে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরির আশঙ্কা করা হয়েছিল। সেই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে এদিন ওইসব অস্বাস্থ্যকর পরিবেশে খোলা খাবারের দোকান উঠিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *