অসুস্থ ব্যক্তির পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

গতকাল সন্ধ্যায় ক্রান্তি ব্লকের লাটাগড়িতে এক মানসিক ভারসাম্য ব্যক্তি দুর্ঘটনার শিকার হন। ঘটনাটি ঘটেছে লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মজিদ মোর চা ফ্যাক্টরির সামনে। ঘটনার প্রসঙ্গে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কোন এক অজানা বাইক বা বাস দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় এবং আহত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকে। ঘটনাটির খবর পেয়ে লাটাগুড়ি লাইফ লাইন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তাদের নিজস্ব উদ্যোগে আহত ব্যক্তিকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে সংস্থাটির সম্পাদক আব্দুল কাদের মানু জানালেন, দুর্ঘটনা স্থলে আহত অবস্থায় পড়ে থাকা ব্যক্তিটিকে আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং আমাদের সংস্থার পক্ষ থেকে দ্রুত চিকিৎসার জন্য মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যক্তিটির পরিচয় জানার জন্য অনেক চেষ্টা করা হয়,পরবর্তী সময় জানতে পারি ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন এবং বাড়ি মাথা চুলকাতে নাম হাফিজুল হক বয়স ৫৮ বছর। ওই ব্যক্তি দীর্ঘদিন থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন আজকে সন্ধান পেয়ে তারাও খুশি বলে জানালেন ব্যাক্তিটির দাদা ফাজরুল হক। লাটাগুড়ি লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এই মহৎ কাজে জন্য এলাকা বাসি সাধুবাদ জানিয়েছেন।

ক্রান্তি থেকে এমডি রাসেলের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *