সচেতনতা মূলক শোভাযাত্রা

নিউজ ডেস্ক,মালদাঃ হবিবপুর থানার অন্তর্গত মধ্যম কেন্দুয়া পল্লী উন্নয়ন সমিতি উদ্যোগে হবিবপুর থানার সহযোগিতায় একাদশী দিন, সেভ ড্রাইভ সেভ লাইফ,নাড়ি ও শিশু পচার রোধ, বাল্যবিবাহ রোধ,সহ বিভিন্ন সচেতনমূলক প্রচার নিয়ে বৃহস্পতিবার বিকেলে এক সচেতন মূলক র‍্যালি বের হয় ক্লাবের পক্ষ থেকে। এদিন বিকেলে হাতে প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে ক্লাব প্রাঙ্গণ থেকে ঘোষপাড়া ব্রিজ ও বুলবুলচন্ডী রেলস্টেশন পর্যন্ত এই র‍্যালি করা হয়।এই র‍্যালি মাধ্যমে সাধারণ মানুষ ও মালদা নালাগোলা রাজ্য সড়কের সকল যানবাহন চালকদের সচেতন করা হয়।ক্লাবের তরফ থেকে জানানো হয় যেভাবে মালদা নালাগোলা রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে চলেছে তার ফলে অনেক সময় অনেক মানুষের প্রাণ হারাচ্ছে। সে কথা মাথায় রেখে এই র‍্যালি বের করা হয় এছাড়াও পথনাটকের মধ্যমে,বাল্যবিবাহ নারী পাচার রোধ করুন এই ধরনের প্রচার চালানো হয়। এবং গাড়িচালকদের চকলেট দিয়ে তাদের আবেদন করা হয়, গাড়ি আস্তে চালান এবং হেলমেট বিহীন বাইক চালকদের চকলেট দিয়ে তাদের জীবনের দাম কত তা বোঝানো হয় ক্লাবের তরফ থেকে। এদিন উপস্থিত ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য, ক্লাব কর্তৃপক্ষ, হবিবপুর থানা আইসি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *