ঐতিহ্যবাহী মেলার উদ্বোধন

দু’বছর করোনা আবহাওয়াকে কাটিয়ে উত্তরবঙ্গে তথা জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকে ঐতিহ্যবাহী চেকেন্দা ভান্ডারী মেলা বুধবার শুভ উদ্বোধন হয়। ফিতা কেটে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলু চিক বারাইক এবং জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন ।প্রদীপ প্রজ্জলন মাধ্যমে ভান্ডারী মেলা জমিদাতা প্রবীণ সদস্যা সুশীলা রায় ৮৪ তম চেকেন্দা ভান্ডারী মেলা আনুষ্ঠানিক শুভ সূচনা করেন। প্রসঙ্গত উল্লেখ্য গত ৯ ই অক্টোবর ঘট পূজা এবং ১০ ই অক্টোবর ধনের ঠাকুর ভান্ডারী ঠাকুরের পূজা হয় এবং দুইদিন ধরে পুন্যার্থী ভোগ দেওয়ার পরে আজকে আনুষ্ঠানিক ভাবে মেলার শুভ সূচনা হয়। অতিথিদের ফুলের তোড়া উত্তরীয় ও ব্যাজ পরিয়ে সম্বর্ধীত করা হয়। মঞ্চে উপবিষ্ট মন্ত্রী বুলু চিক বারাইক, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, পদ্মশ্রী করিমুল হক, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় , সমাজসেবী মহাদেব রায়, ভান্ডারী মেলা প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন। ক্রান্তি পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় ভান্ডারী মেলা ১২ ই অক্টোবর থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত চলবে বলে পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন্ রায় জানালেন। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।মেলায় নাগরদোলা, ড্রাগন ট্রেন, সার্কাস, ছাড়াও মনোরঞ্জনের জন্য নানা রকমের দোকানপাট বসেছে। বৃষ্টির জন্য মাঠে কিছু কিছু জায়গায় জল জমে থাকায় প্রশাসনের পক্ষ থেকে থেকে বালু বাজোরি , মিশালি ছিটানো হয়েছে। মেলাকে কেন্দ্র করে এতদ এলাকার সকল ধর্মের মানুষদের মধ্যে উৎসাহ ব্যাপক লক্ষ্য করা গেছে।

ক্রান্তি থেকে এমডি রাসেলের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *