জগদ্ধাত্রী পুজোয় মহা নবমীতে মাতলো রামঠেঙ্গা এলাকার বাসিন্দারা

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ২ নভেম্বর :- বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই, কালি পুজো এরপর শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো। আর এই জগদ্ধাত্রী পুজো ঘিরে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রামঠেঙ্গা এলাকায় উন্মাদনার সঙ্গে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। বুধ বার ছিল এই পুজোর মহানবমী আর মহা নবমীতে মায়ের অঞ্জলী দেওয়া এবং প্রসাদ গ্রহণে উপছে পরল ভীর। জানা গিয়েছে, রামঠেঙ্গা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো এবার ১২৬ তম বর্ষ পদার্পণ করলো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর পর দশমীর মাধ্যমে সমন্ন হয় জগদ্ধাত্রী পুজো। নবমীতে ভক্তদের অঞ্জলী এবং প্রসাদ বিতরন করা হয় বলে জানান কমিটির সদস্য বিপন ধর। তবে এদিন প্রসাদ বিতরনে মানুষের ঢল ছিল চোখে পরার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *