রাস পূর্ণিমা উপলক্ষে পালাটিয়া গানের আসর
নিউজ ডেস্ক, চোপড়া: রাস পূর্ণিমা উপলক্ষে চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায় জমে উঠেছে পালাটিয়া গানের আসর । বৃহস্পতিবার ভোইস পিটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমজমাট পালা গানের আসর । গানের আসর কে কেন্দ্র করে বসছে মেলাও । কমিটির পক্ষে জানান এবারে তাদের ৩৯ তম বর্ষ। প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে দুইদিন ব্যাপী এখানে পালা গানের আসর বসানো হয় । স্থানীয় রাজবংশী ভাষায় পাঁচালী ও রং পাঁচালী গান শুনতে হাজার হাজার মানুষের ভিড় জমে এ দিনের আসরে । এদিনের আসরে মঞ্চস্থ হয় দুই নৌকা এক মাঝি , ভন্ড সাধুর হবে ফাঁসি । রাজবংশী ভাষায় হাসি কান্না ও রহস্যে মাতিয়ে তোলেন থুকরা বাড়ি জগতা গাও এর দল ।