পূর্ব চেপানি এলাকা থেকে অজগর উদ্ধার করলেন বন কর্মীরা
দেবাশীষ রায়, কামাখ্যাগুড়ি, ১০ নভেম্বর: বৃহস্পতিবার আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকের পূর্ব চেপানি এলাকা থেকে একটি অজগর উদ্ধার হল। বন বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের রেঞ্জ অফিসার উত্তমকুমার সরকার বন কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। এলাকার একটি ধান ক্ষেতে অজগরটিকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বন কর্মীরা অজগরটিকে উদ্ধার করেন। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, অজগরটিকে নিরাপদ বাসস্থানে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অজগরটি ৪ ফুট লম্বা।