অজগর উদ্ধার
বিদ্যুৎ কান্তি বর্মন,ফালাকাটা:সাতসকালে ৭ফুট অজগরকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ফালাকাটা ব্লকের ভুতনীঘাট হেলাপাকরি এলাকায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দার রাজা সরকার জমিতে কাজ করতে যাওয়ার সময় একটি গর্তে অজগর টিকে দেখতে পান, ক্ষণিকের মধ্যে সেই খবর চাউর হতেই পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারাও অজগর দেখতে ভিড় জমান হেলাপাকরি এলাকায়। পরে স্থানীয় বাসিন্দারা ফালাকাটা সর্ব প্রেমী সংস্থা কে খবর দিলে তারা অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায় বলে জানাযায়।